বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম

টাঙ্গাইলে ৬ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ১৭৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, টাঙ্গাইলে বন্যায় প্রায় ৬ হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। যমুনাসহ জেলার সব নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিনের ভারি বর্ষণে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

তবে কৃষি বিভাগ বলছেন, কয়েকদিনের মধ্যে পানি নামতে শুরু করবে। মাঠ পর্যায়ে তাদের শতাধিক কৃষি অফিসার কাজ করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আবু আদনান বলেন, ‘জেলার বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় ৭টি উপজেলায় ৫ হাজার ৯৫০ হেক্টর ফসলি জমি নিমজ্জিত রয়েছে। টাঙ্গাইল সদরে বোনা আমন ৩০০ হেক্টর, রোপা আমন বীজতলা ১৫ হেক্টর, রোপা আমন ৮০০ হেক্টর, আউশ ২০ হেক্টর, সবজি ৫০ হেক্টর এবং আখ ১৫ হেক্টর। কালিহাতী উপজেলায় রোপা আমন বীজতলা ১০ হেক্টর, রোপা আমন ৩২০ এবং সবজি ৩০ হেক্টর।

মির্জাপুর উপজেলায় রোপা আমন ১৫ হেক্টর। গোপালপুর উপজেলায় রোপা আমন ৮০০ হেক্টর। ভূঞাপুর উপজেলায় বোনা আমন ৮৪৫ হেক্টর, রোপা আমন বীজতলা ২৭০ হেক্টর, রোপা আমন ১২১০ হেক্টর, আউশ ৯৫০ হেক্টর, সবজি ১১০ হেক্টর। দেলদুয়ার উপজেলায় রোপা আমন বীজতলা ১০ হেক্টর, রোপা আমন ৫০ হেক্টর, আউশ ১৫ হেক্টর। ধনবাড়ী উপজেলায় রোপা আমন ১০০ হেক্টর, সবজি ১৫ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন স্থানে ফসলি জমি তলিয়ে গেছে। এসব ফসলি জমিতে ৭ থেকে ১৫দিন পানি থাকে তাহলে ফসলের ব্যাপক ক্ষতি হবে।

এর আগে ফসলি জমি থেকে পানি নামলে ফসলের তেমন ক্ষতি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া যেসব উপজেলায় ফসলি জমি তলিয়ে গেছে সেসব উপজেলার কৃষি অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যায় যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হবেন তাদের সবাইকে সহযোগিতা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com