টাঙ্গাইলের কালিহাতীতে ইয়াসিন (২৪) নামের এক যুবকের হাত-পা ভাঙা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার বল্লা পোস্ট অফিস পাড়া এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয়। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া এ তথ্য জানান।
নিহত যুবক উপজেলার বল্লার সিঙ্গাইর গ্রামের দীন ইলাহির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইয়াছিনসহ প্রায় ১০-১২ যুবক বল্লা পোস্ট অফিস পাড়া এলাকার বিশুর বাড়ির একটি বাড়ির পরিত্যাক্ত ঘরে প্রায়ই মাদক সেবন করতো। গতকাল শুক্রবার রাতেও তারা সেখানে যায়।
আজ সকালে বিশু মিয়ার স্ত্রী ইয়াসিন ঘরটির সামনে রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত রয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, নিহতের হাত-পা ভাঙা ছিলো। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশ ও সিআইডির দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত যুবকসহ আরো কয়েকজন ওই স্থানটিতে প্রায়ই মাদক সেবন করতো। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।
বাংলা৭১নিউজ/এসএইচ