বাংলা৭১নিউজ, টাঙ্গাইল: জেলার ভূঞাপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুৎফর রহমান (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। লুৎফর রহমান ঘাটাইল উপজেলার নলশিয়া গ্রামের খোদা বক্সের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,আজ সকালে চয়েজ টেইলার্সের মালিক লুৎফর রহমান আম পাড়ার জন্য গাছে উঠে। হঠাৎ বিকট শব্দে স্থানীয়রা এগিয়ে এসে তাকে গাছের নিচে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক লুৎফরকে মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/সি