টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে ট্রাককে ধাক্কা দেওয়ার ঘটনায় বাসের সুপারভাইজারসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (৩ জুলাই) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ের মিলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙা গ্রামের মৃত দুলাল হাসানের স্ত্রী ফরিনা বেগম (৫৫) ও বাসের সুপারভাইজার একই জেলার বাবুরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে মুগনী (৩৫)।
পুলিশ জানিয়েছে, নীলফামারী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা অনিতা পরিবহনের বাসটি সকালে মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় পৌঁছালে সেখানে পল্লী বিদ্যুতের খুঁটির সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে বৈদ্যুতিক খুঁটি বাসের ভেতর ঢুকে নারী যাত্রী ও সুপারভাইজার ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও দুই যাত্রী আহত হন।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, বাস ও ট্রাককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ