টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) এসব দুর্ঘটনা ঘটে।
নিহত সেনা সদস্যের নাম ফখরুল ইসলাম (২০)। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার কড়ালিয়া তত্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। অপরজন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে আবুল কালাম (৪২)।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ওই সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ছুটি শেষে বগুড়া ক্যান্টনমেন্টে যোগদানের জন্য যাচ্ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।
কিন্তু কোন ট্রেনে কাটা পড়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর আবুল কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এসএকে