বাংলা৭১নিউজ, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতিতে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
আজ সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোগারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কফিলউদ্দিন জানান, পৌনে ৮টার দিকে সিমেন্ট ভর্তি ট্রাকটি ঢাকা থেকে উত্তরবঙ্গে যাচ্ছিল। পথে উপজেলার জোগারচর এলাকায় পৌঁছালে সামনের চাকা পাংচার হয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। এসময় আহত হন কমপক্ষে ১০ জন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/সিএইস