বাংলা৭১নিউজ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া -৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি প্রার্থীদের নিয়ে মনোনয়ন বাণিজ্য করেছেন। এক কোটি, তিন কোটি, পাঁচ কোটি করে। যার বিনিময়ে এখন তারা স্লোগানের ভাগিদার,‘টাকা গেল লন্ডনে, হামলা কেন গুলশানে’!
শুক্রবার সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা আখাউড়া পৌরশহরের তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। এ সময় আনিসুল হক বলেন, বিএনপি এমন একটি দল, যারা নিজের ঘর সামলাতে পারে না, তারা দেশ সামলাবে কী করে? আইনমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, তারা দেউলিয়া পার্টি। দেশ চালানোর কোনো ক্ষমতা তাদের নেই।
মন্ত্রী বলেন, আপনারা তারই ওপর আস্থা রাখবেন, যারা দেশ চালাতে পারে। দেশবাসীর কাছে শেখ হাসিনার প্রতি শতভাগ আস্থা রাখার আহ্বান জানিয়ে ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট ভিক্ষা চান আইনমন্ত্রী আনিসুল হক।
আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ তানজিল শাহ্ তচ্ছনের উপস্থাপনায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোকন খান সভাপতিত্ব করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া -৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সৈয়দ আমিনুল ইসলাম সাজী প্রমুখ।
এর আগে আইনমন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া -৪ (কসবা-আখাউড়া) আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মঙ্গলবার সকালে ঢাকা থেকে ট্রেনযোগে আখাউড়ায় আসেন। টানা তিন দিন কসবা ও আখাউড়ায় নির্বাচনী প্রচারণা চালিয়ে শুক্রবার সন্ধ্যায় আন্তঃনগর মহানগর গোধূলী ট্রেনযোগে ঢাকায় ফিরে যান। সূত্র: যুগান্তর।
বাংলা৭১নিউজ/জেএস