চলে গেলেন হলিউডের তুমুল জনপ্রিয় ‘টাইটানিক’ সিনেমার প্রযোজক জন ল্যান্ডিউ। তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়ছিল ৬৮ বছর। ‘ভ্যারাইটির’ খবরে এমনটা জানা গেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিনোদন ভুবনে শোকের ছায়া নেমে এসেছে।
জন ল্যান্ডিউ কল্পকাহিনি ভিত্তিক চলচ্চিত্র ‘অ্যাভাটার’ও প্রযোজনা করেছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন।
অস্কার বিজয়ী প্রযোজক জন ল্যান্ডিউ জেমস ক্যামেরনের ‘অবতার-২’ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়া ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘টাইটানিক’ সিনেমাতেও তার অবদানও ছিল বেশ প্রশংসনীয়।
প্রয়াত জন ল্যান্ডিউয়ের ছেলে জেমি ল্যান্ডিউ এক বিবৃতিতে জানিয়েছেন, তার বাবা আর পৃথিবীতে নেই। তার মৃতুতে হলিউডের অনেক তারকাও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তারা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ