বাংলা৭১নিউজ, ডেস্ক: শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় বিকাল ৩টায় রনগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
তবে এই স্টেডিয়ামে রয়েছে বাংলাদেশের হারের দুঃসহ স্মৃতি। সেই স্মৃতিকে পেছনে ফেলে জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করতে চায় মাশরাফি বাহিনী।
এ লক্ষ্যে টাইগারদের সম্ভাব্য একাদশে লংকান দলের বিপক্ষে কার্যকরী এবং অভিজ্ঞ টাইগার সদস্যরাই মাঠে নামবেন বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ওয়ানডে দলের পরিবর্তন আসতে পারে আজকের ম্যাচে। লংকানদের বিপক্ষে আজকের দলে আগের একাদশের মধ্যে অন্তত দুটি পরিবর্তন আসতে পারে। খবর ক্রিকইনফোর।
আজকে দলের নির্ভরযোগ্য ক্রিকেটার মুশফিকুর রহিম আবার উইকেটের পেছনে ফিরছেন। এ কারণে বাদ পড়ছেন নুরুল হাসান। অন্যদিকে তানভির হায়দার এবারের ওয়ানডে স্কোয়াডে নেই।
এছাড়া মেহেদী হাসান মিরাজকে টেস্ট ম্যাচের পরে ইমার্জিং কাপ দলে রাখার পরেও তাকে আবার শ্রীলংকায় ফিরিয়ে নেয়ার ঘটনায় আশা করা যাচ্ছে তিনি আজকের ম্যাচে লংকানদের বিপক্ষে মাঠে নামবেন।
এছাড়া দু’জন পেসার খেলানোর সিদ্ধান্ত নিলে আজ মাঠে দেখা যেতে পারে স্পিনার সানজামুল ইসলামকেও।
এ অনুযায়ী বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশের মধ্যে আজ থাকতে পারেন- তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ অথবা সানজামুল ইসলাম আর অবশ্যই কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
বাংলা৭১নিউজ/সিএইস