মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে বল হাতে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ৩৬ রান করা জন ক্যাম্পবেলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন তিনি।
প্রতিবেদন লেখার সময় তাদের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ২৮ ও শেনে মুসলি ৪ রানে ব্যাট করছেন। ক্যাম্পবেল ও ব্র্যাথওয়েট উদ্বোধনী জুটিতে ৬৬ রান করেছিল।
চট্টগ্রামে দুদলের মধ্যকার প্রথম টেস্টে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ক্যারিবীয়রা।
বাংলা৭১নিউজ/এমএস