বাংলা৭১নিউজ, ডেস্ক: হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিরাট কোহলির ভারত। সকাল ৯টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
হেড টু হেড : দুই দল এখন পর্যন্ত ৮ টেস্ট খেলেছে। ৬টি জিতেছে ভারত। বৃষ্টির কল্যাণে ২টি ম্যাচ ড্র হয়েছে।
প্রথম ভারত সফর : টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ২০০০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। এরপর বাংলাদেশের মাটিতেই আরও ৭টি টেস্ট খেলে দুই দল। কিন্তু ‘প্রতিবেশী দেশ’ভারতে একটি টেস্ট খেলার সুযোগ ও সৌভাগ্য হয়নি বাংলাদেশের। ১৭ বছর পর আজ প্রথমবারের মত ভারতের মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ।
টিভিতে দেখুন : বাংলাদেশ-ভারত ম্যাচটি বাংলাদেশের দুটি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও দীপ্ত টিভি সরাসরি সম্প্রচার করবে। এছাড়া স্পোর্টস টিভি চ্যানেল স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-৩, স্টার স্পোর্টস এইচডি-১, স্টার স্পোর্টস এইচডি-৩ চ্যানেলেও উপভোগ করতে পারবেন। যুক্তরাজ্যে স্কাই স্পোর্টস টু, অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস ফাইভ, মার্কিন যুক্তরাষ্ট্রে উইলো স্পোর্টস, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় ওএসএন স্পোর্টস ক্রিকেট, মালয়েশিয়ায় অ্যাস্ট্রো ক্রিকেট এবং সিঙ্গাপুরে স্টার ক্রিকেট চ্যানেলে দুই দলের টেস্ট মহারণ সরাসরি সম্প্রচার করা হবে।
বাংলা৭১নিউজ/এম