এক সপ্তাহ আগেই আবুধাবির ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের কাছে হেরেছিলো নিউজিল্যান্ড। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কিউই অধিনায়ক মিচেল সান্তনার। ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে ৯ উইকেটে ২৪৯ রান করতে সক্ষম হয় ভারত। পেসার ম্যাট হেনরি নেন ৫ উইকেট।
জবাব দিতে নেমে বরুন চক্রবর্তির ৫ উইকেটে ভর করে নিউজিল্যান্ডকে ২০৫ রানে অলআউট করে দেয় ভারত। ৪৪ রানে হেরে যায় নিউজিল্যান্ড।
কিন্তু সেই একই মাঠে টস জিতে আজ আর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেননি সিউজিল্যান্ড অধিনায়ক মিচেল সান্তনার। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। বোলিং করতে হবে ভারতকে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া সম্পর্কে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল সান্তনার বলেন, ‘আমরা দেখছি ভারত খুব ভালো খেলছে। এ কারণে আমাদের চেষ্টা থাকবে প্রথমে স্কোরবোর্ডে ভালো কিছু রান সংগ্রহ করা। এটা ভিন্ন একটি উপলক্ষ, ভিন্ন একটি ম্যাচ। অবশ্যই সেরা একটি ম্যাচ হতে যাচ্ছে। তবে পাকিস্তানের চেয়ে একটু ভিন্ন পরিবেশ এখানে। ম্যাট হেনরির পরিবর্তে খেলবে নাথান স্মিথ।’
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমিও চিন্তা করিনি পরের ব্যাটিং করবো। কারণ, এটা খুব ভালো উইকেট। আগের চেয়ে খুব বেশি পরিবর্তন হয়নি। এখন আমাদেরকে প্রথমে বোলিং করতে হবে এবং চেষ্টা থাকবে প্রতিপক্ষকে যত কম রানে বেধে রাখা যায়।
দিন শেষে কেমন খেললেন সেটা বিষয় নয়, বিষয় হলো জয়। সুতরাং, টস নিয়ে খুব বেশি চিন্তা করছি না। নিজেদের খেলা খেলতে চাই। নিউজিল্যান্ড ভালো দল। ভিন্ন একটি চ্যালেঞ্জের সামনে আমরা। ভালো কিছু হবে আশা করি। অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছি।’
নিউজিল্যান্ড একাদশ
উইল ইয়ং, রাচিন রাবিন্দ্রা, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল ব্রেসওয়েল, মিচেল সান্তনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ, উইল ও’ররকি।
ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, কুলদিপ যাদব, মোহাম্মদ সামি, বরুন চক্রবর্তি।
বাংলা৭১নিউজ/এসএইচ