দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। এর মধ্যে একটিতে ড্র আর অন্যটিতে হেরেছিল টাইগাররা।
এই টেস্টে জয়ের বিকল্প অন্যকিছু ভাবছে না বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচে জিততেই হবে নাজমুল হোসেন শান্তর দলকে। কারণ, মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছিল টাইগাররা।
গতকাল সংবাদ সম্মেলনে এসে নিজেদের লক্ষ্য জানিয়েছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনার জানান, বাংলাদেশ জয়ের বিকল্প অন্যকিছু ভাবছে না। দেখা যাক, ম্যাচের পারফরম্যান্সের সঙ্গে কথার মিল পাওয়া যায় কিনা।
চট্টগ্রামের আবহাওয়া আজ দারুণ। সূর্যের তাপ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে স্পিনারদের দাপট। তবে প্রথম এক ঘণ্টা পেসারদের জন্য গুরুত্বপূর্ণ। আজকের উইকেট ব্যাটিং বান্ধব। বৃষ্টিরও কোনো পূর্বাভাস নেই।
অধিনায়ক হিসেবে চট্টগ্রাম টেস্টই হতে পারে নাজমুল হোসেন শান্তর শেষ টেস্ট। কারণ সিরিজের মাঝপথেই অধিনায়কত্ব ছাড়ার কথা তিনি বিসিবিকে জানিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।
বাংলা৭১নিউজ/এসএইচ