বাংলা৭১নিউজ, ঢাকা: টসে হেরে ব্যাট করতে নেমেছে টাইগাররা। আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই লড়বে মাশরাফির দল। তবে ইংলিশদের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে।
উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমেছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
তবে আকাশে বৃষ্টির ঘনঘটা এখনো রয়েছে। ফলে বলা যাচ্ছে না কী দাঁড়ায় ম্যাচটির ভাগ্যে। বৃষ্টির কারণে কার্টেল ওভারেও নামতে পারে। কারন এ সিরিজে নেই কোনো রিজার্ভ ডে। বাংলাদেশ চেয়েছিল তৃতীয় ম্যাচে বৃষ্টি হানা দিলে যেন ‘রিজার্ভ ডে’ তে খেলা হয়।
এমন প্রস্তাবও বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পক্ষ থেকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড-ইসিবিকে দেয়া হয়েছিল। কিন্তু ‘রিজার্ভ ডে’ তে খেলতে চায় না ইংলিশরা। বেশি সময় না থাকায় এমনটা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে ইসিবি।
তবে ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হলে ১-১ এ সিরিজ ভাগাভাগি করতে হবে।
বাংলা৭১নিউজ/এন