বাংলা৭১নিউজ, ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তিন ম্যাচ সিরিজে সিরিজে ১-১ এ সমতা রয়েছে। তীতৃয় ও শেষ এই ম্যাচে জয় পেলে শততম ওডিআই ম্যাচ জয়ের স্বাদ পাবে লাল-সবুজের জার্সিধারীরা।
এই মাইলফলক স্পর্শ করার ঐতিহাসিক ক্ষণ আর দীর্ঘায়িত করার কোনো মানে হয় না। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সেটি তোলা রাখলে, তাতে ঝুঁকি থাকবে। সুতরাং যা করার আজই করতে হবে মাশরাফিদের।
বাংলা৭১নিউজ/এন