শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সারাবছর সুলভ মূল্যে পণ্য বিক্রয় করা হবে: ফরিদা আখতার নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন সড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ জনগণের অধিকার প্রতিষ্ঠায় কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে চলতি মাসেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন: সালাহউদ্দিন রমজানে মেট্রোরেলে ২৫০ মিলি পানি নেওয়া যাবে ২০ রোজার মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি সাইকো কিলার মিষ্টি জান্নাত! ৩ হাজার কোটি টাকার প্রকল্পে সিন্ডিকেট, বিপাকে টেলিটক পাওনা টাকা নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত ২০ ভারতে বাংলাদেশিকে গুলি করে হত্যা বিএসএফের শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাতের মৃত্যু, গুলিবিদ্ধ ৪ মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৯৬ অভিবাসী টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ফিল্ডিয়ে পাঠালেন বাটলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট চালু সাতক্ষীরার মরিচ্চাপ নদীতে ভাঙন, আতঙ্কে ৮০০ পরিবার শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৮৯২তম সভা অনুষ্ঠিত কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টাঙ্গাইলে গ্রেপ্তার টঙ্গীর তুরাগ নদের ওপর ব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ আজ থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা বন্ধ

টঙ্গীর তুরাগ নদের ওপর ব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ

গাজিপুর প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর টঙ্গী বাজারে যাতায়াতের জন্য টঙ্গীর-আব্দুল্লাহপুরে সংযোগ স্থাপনের জন্য তুরাগ নদের ওপর ব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন হয়েছে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে প্রয়ে পৌনে একঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। ফলে ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম বিপাকে পড়েন। পরে দুপুর ১২টার দিকে ব্যবসায়ীরা মহাসড়ক থেকে সড়ে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

শনিবার (১ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এ মানববন্ধনে অংশ নেন বাজারের ব্যবাসায়ী ও সাধারণ মানুষ।

টঙ্গী বাজারের ব্যবসায়ীরা জানান, টঙ্গী বাজার একটি পুরাতন ঐতিহ্যবাহী বাজার। এখানে ঢাকার উত্তরা, উত্তরখান, দক্ষিণ খানসহ নদের দক্ষিণ পারের মানুষ সাপ্তাহিক বাজারসহ প্রতিদিন টঙ্গী বাজারে এসে ব্যবসা-বাণিজ্য ও বাজার করে থাকেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি লেন চালু হওয়ার আগে নদীর ওপর স্থাপিত দুটি কংক্রিটের ব্রিজ ভেঙে সেখানে অস্থায়ীভাবে বেইলি ব্রিজ তৈরি করা হয়। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এ ব্রিজ ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি একটি ব্রিজ ভেঙে পড়ায় অপর ব্রিজটিও অপসারণ করা হয়। এতে টঙ্গী বাজারের সঙ্গে আব্দুল্লাপুর ও উত্তরার মানুষের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর ফ্লাইওভার নির্মাণ করায় সেটি দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে পারে না। ফলে বাজারে ক্রেতা সংকট দেখা দিয়েছে। ঢাকা থেকে বাজারে মালামাল পরিবহনেও বিঘ্ন ঘটছে। তাই বাজারের ব্যবসায়ীদের সুবিধার্থে তুরাগ নদীর ওপরে একটি বিকল্প ব্রিজ নির্মাণ খুবই জরুরি।

এদিকে ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে প্রয়ে পৌনে একঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। ফলে ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা চরম বিপাকে পড়েন। পরে ১২টার দিকে ব্যবসায়ীরা মহাসড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, টঙ্গীর তুরাগ নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ মানববন্ধন করেছি। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com