বাংলা৭১নিউজ,গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে একটি প্লাস্টিক কারখানার বয়লার বিস্ফোরণ হয়ে নারীসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। ধ্বসে পড়েছে ৪ তলা ভবনের একাংশ। বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেলগেট এলাকায় টঙ্গী শিল্পাঞ্চলের ট্যাম্পাকো ফয়েল লিমিটেড নামের ওই প্লাস্টিক মোড়ক তৈরির কারখানায় হঠাৎ-ই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারাখানার ভেতরে ভয়াবহ আগুন লেগে শ্রমিক সহ অর্ধশতের বেশি মানুষ আহত হয়।
আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে টঙ্গি মেডিকেলে নেয়া হলে ১৪ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া গুরুতর আহত ১৯ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়।
এদিকে, আগুনের খবর পাওয়া মাত্রই টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যুক্ত হয় ঢাকা ও আশপাশের আরো ১৫টি ইউনিট।
বাংলা৭১নিউজ/এসএইস