গাজীপুর মহানগরীর টঙ্গীতে পৃথক ট্রেনের ধাক্কায় অজ্ঞাত দুজন নিহত হয়েছেন। রেল পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠিয়েছে।
রোববার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় টঙ্গীর নতুন বাজার গাজীবাড়ি ও রাত ১২টার দিকে মধুমিতা গেইট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
টঙ্গী রেল পুলিশের উপ-পরিদর্শক নুর মোহাম্মদ খান জানান, রাত সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস টঙ্গীর নতুন বাজার গাজীবাড়ি এলাকা পার হচ্ছিল। ওই সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক নারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে ওই নারী রেল সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন।
অপরদিকে রাত ১২টার দিকে মধুমিতা গেইট এলাকায় অপর একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক পুরুষ নিহত হন।
তিনি আরও জানান, নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এমকে