খোলা চুল, শান্ত দু’টি চোখ, কপালে চন্দন টিপ। পরনে লাল, সোনালি রঙের ব্লাউজ এবং একই রঙের ছোট ঝুলের কেরালার মুণ্ডু শাড়ির মতো এক ধরনের পোশাক। সেটির আঁচল নেই এবং দেখতে কিছুটা স্কার্টের মতো। এই পোশাকের সঙ্গেই কানে পরেছেন সোনার দুল, পায়ে সোনার নুপুর, দু’হাত ভর্তি লাল চুড়ি। ভারতের কেরালায় এমন সাজেই ফটোশ্যুট করেছেন সানি লিওন।
ফটোশ্যুট শেষে ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন সানি। সানির এমন সাজে মুগ্ধ অনুরাগীরাও। ছবিগুলো পোস্ট করার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই ১ লাখ ছাড়িয়ে গেছে লাইকের সংখ্যা। কমেন্ট বক্স উপচে পড়ছে প্রশংসা এবং ভালোবাসায়।
কেরালায় যাওয়ার পর থেকেই বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে ঝড় তুলছেন সানি। কখনও অবলীলায় সুইমিং পুলে পড়ে যাচ্ছেন, কখনও আবার নীল পানিতে নীল রঙের বিকিনি পরে অবসর যাপন করছেন তিনি।
সূত্র: আনন্দবাজার।