সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি পাট-পর্যটন-ফার্মাসিউটিক্যালস-টেলিকমে বিনিয়োগের আহ্বান নদী দূষণ রোধ-বর্জ্য ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন উপদেষ্টা ভারতে প্রশিক্ষণে যাওয়া হচ্ছে না বিচার বিভাগের ৫০ কর্মকর্তার টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি ৯ দফা দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পেট্রোবাংলার চেয়ারম্যান পদে রেজানুর রহমানের যোগদান সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া : প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক স্ত্রীসহ তাপসের ৮০ কোটির সম্পদ, ৬১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সৌদিতে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনাও ফ্ল্যাট উপহার নিয়ে বিতর্কে

ঝড় ও শিলাবৃষ্টিতে ৯ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ, পরিদর্শন করলেন এমপি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১ এপ্রিল, ২০১৮
  • ১২৮ বার পড়া হয়েছে

বাংলা৭১ নিউজ, মোঃ আফতাব হোসেন, চাটমোহর(পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে গত শুক্রবার বিকেলের ঝড়ো হাওয়া ও ব্যাপক শিলাবৃষ্টিতে ৯ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘর-বাড়ি ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি ৩ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। এরমধ্যে পাবনা জেনারেল হাসাপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে শতাধিক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে। উপজেলার হরিপুর, বিলচলন, মথুরাপুর, গুনাইগাছা, ছাইকোলা, নিমাইচড়া ও মুলগ্রাম ইউনিয়ন এবং পৌরসভার ৯ হাজার পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে। এরমধ্যে হরিপুর ইউনিয়নে ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা ৩ হাজার ৫শ’,চাটমোহর পৌরসভায় ১২শ’গুনাইগাছায় ১৫শ’,মুলগ্রামে ১২শ’,মথুরাপুরে ১২শ’,বিলচলনে ৫শ’,ছাইকোলায় ২৫০,নিমাইচড়ায় ১শ’ ও ডিবিগ্রাম ইউনিয়নে ৪০টি পরিবার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার জানান, ক্ষতিগ্রস্থ পরিবারের তথ্য জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে কাঁচা ঘরবাড়ি ও ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। বিনষ্ট হয়েছে অসংখ্য টিনের ঘর। ঝড় ও শিলাবৃষ্টিতে ৩ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান,‘উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ফসলের কমবেশী ক্ষতি হয়েছে। বেশী ক্ষতি হয়েছে আম, লিচুর। এছাড়া উঠতি খেসারী ৪শ’ হেক্টর,গম ১ হাজার হেক্টর এবং বোরো ধানের ÿতি হয়েছ। যা এখনও নিরুপন করা হয়নি।’
এদিকে গতকাল সকালে কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ উপজেলার হরিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পৌরসভার পরিদর্শন করেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ক্ষতিগ্রস্থ ইউনিয়নের চেয়ারম্যান ও পৌর মেয়রের সাথে মতবিনিময় করেন। এছাড়া সংসদ সদস্য শিলার আঘাতে আহতদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসা প্রদানের জন্য উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তাকে নির্দেশনা দেন। তিনি আহতদের জন্য ১০ হাজার টাকা তাৎক্ষনিক প্রদান করেন। এছাড়া শিলার আঘাতে গুরুতর আহত উপজেলার ছোট গুয়াখড়া গ্রামের মৃত আখের উদ্দিনের স্ত্রী তামেজান বেওয়ার চিকিৎসার জন্য ৩ হাজার টাকা প্রদান করেন।

সংসদ সদস্য এহেন দূর্যোগে সবাইকে দৈর্য ধারণ করে সৃষ্টিকর্তার কাছে পানাহ চাইতে বলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার,পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,থানার ওসি এস এম আহসান হাবীব,স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ সবিজুর রহমান,আরএমও ডা. স ম বায়েজিদ,পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন,পৌর কাউন্সিলর ওছিম উদ্দিন,পৌর কাউন্সিলর সাদেক আকন্দ,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com