বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি: কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের আগাম বের হওয়া বোরো ধানের শীষের ফুল ঝড়ে পড়ে ফলনে বিপর্যয়ের শষ্কায় পড়েছে কৃষকরা। ঝড়ো বৃষ্টি অন্যান্য ফসলের উপকার করলেও আমের গুটি, মাঠের ভুট্রা, কলার বাগান, চারা পেঁয়াজের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার বিকাল থেকে শুধু কালবৈশাখী ঝড় শুরু হলেও শনিবার ভোর রাতে প্রবল বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় এ ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার হালতি বিলের বিভিন্ন এলাকা ঘুড়ে ও কৃষকের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকাল ২টা থেকে কালবৈশাখী ঝড় শুরু হলেও শনিবার ভোর রাতে প্রবল বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে হালতি বিলের বোরো জিরাশাইল ধানের শীষের ফুল পড়ে ও কিছু কিছু এলাকায় শীষ বের হওয়া ধান গাছ মাটিতে লুটে পড়ে। এতে স্থানীয় কৃষকরা তাদের অনেক কষ্টের ফসলের ফলনে বিপর্যয়ের শষ্কায় রয়েছে।
সরেজমিনে ঘুরে আরোও দেখা যায় হালতি বিলে অন্যন্যা জাতের ধানের শীষ তেমন বের না হলেও জিরাশাইল জাতের ধানের শীষ বের হয়ে গেছে। শুক্রবারের ঝড়ো বৃষ্টিতে সেই জিরাশাইল ধানের শীষের ফুল পড়ে যাচ্ছে। এ ছাড়া কালবৈশাখী ঝড় বৃষ্টিতে ভুট্রা, আমের গুটি, কলা বাগান ও পেঁয়াজের ব্যাপক ক্ষতি হয়েছে। পশ্চিম মাধনগর গ্রামের কৃষক বিরেন চন্দ্র সিং জানান, আমার ৩৫ বিঘা জমির মধ্যে ২০ বিঘা জমিতে জিরাশাইল জাতের ধানের শীষ বের হয়েছে। এই ঝড় বৃষ্টিতে আমার জিরাশাইল জাতের ধানের শীষের ফুল পড়া দেখে সব আনন্দ মাটি হয়ে গেছে। মাধনগর বানেপুকুর এলাকার আরেক কৃষক আরমান হোসেন জানান, আমার ১৫ বিঘা জমির জিরাশাইল ধানের শীষ বের হচ্ছে এর মধ্যে ঝড়বৃষ্টির আঘাতে ধানের শীষের ফুল পড়ে সব ধান চিটা হয়ে যাবে।
সোনাপাতিল গ্রামের কৃষক শাহিন আলম,আসাদ আলী জানান, আমাদের মৌচা আসা ভুট্রা, পেঁয়াজ গাছ মাটিতে লুটে পড়েছে এবং জিরাশাইল ধানের শীষের ফুল পড়ে ফলন কমে যেতে পাড়ে। উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম জানান, এবার উপজেলায় মোট সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে বিভিন্ন জাতের ধানে শীষ বের হতে শুরু করেছে। তবে শুক্রবারের বিকালের ঝড়ে ও রাতে ঝড়ো বৃষ্টিতে ফসলের তেমন ক্ষতি হবে না। যেসব ধানের শীষের ফুলে পরাগায়ন হলে সেসব ধানের শীষের ফুল পড়ে গেলেও ফলনের কোন ক্ষতি হবে না, তবে যেসব ধানের শীষের ফুলে পরাগায়ন না হলে সেসব ফুল পড়ে গেলে ধানের ফলন কমতে পাড়ে।
বাংলা৭১নিউজ/জেএস