বাংলা৭১নিউজ,(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বৃহস্পতিবার সকালে ঝিনাই নদীর ওপর নির্মিত ব্রিজের আরো দুটি পিলারসহ ২০ মিটার দৈর্ঘ্যের অপর একটি গার্ডার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ নিয়ে চারটি পিলারসহ ২০ মিটার দৈর্ঘ্যের ৩টি গার্ডার বিলীন হলো। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সরিষাবাড়ী-মাদারগঞ্জের ২০টি গ্রামের লক্ষাধিক মানুষ চরম জনদুর্ভোগে পড়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ব্রিজপার এলাকা ঘুরে জানা যায়, ২০০৩-০৪ অর্থবছরে শুয়াকৈর-হুদুর মোড় শাহাজাদা হাট এলাকায় ঝিনাই নদীর ওপর প্রায় দুই কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণের কার্যাদেশ দেয় উপজেলা প্রশাসন। ২০০৬ সালে ২০০ মিটার দৈর্ঘের এ ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয়। কার্যাদেশ পেয়ে এম এইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আক্তারুজ্জামান ব্রিজটি নির্মাণ করেন। নির্মাণের ১৪ বছরের মাথায় গত মঙ্গলবার গভীর রাতে প্রথম দফায় ব্রিজটির ২টি পিলারসহ ২০ মিটার দৈর্ঘ্যের ২টি গার্ডার নদীগর্ভে বিলীন হয়। একদিন পর আজ বৃহস্পতিবার সকালে ওই ব্রিজের দুটি পিলারসহ আরো একটি গার্ডার নদীতে বিলীন হয়ে যায়।
দুর্ভোগে পড়া লোকজনের অনেকেই অভিযোগ করে বলেন, ব্রিজটিতে নির্মাণজনিত ত্রুটি থাকায় ও প্রতিবছর পিলারগুলোর খুব কাছ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় অল্প সময়ে তা ভেঙে পড়েছে। বালু উত্তোলনের বিষয়টি বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি।
জেলা নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান জানান, প্রতি বছর পিলাগুলোর নিকট থেকে বালু উত্তোলন করায় ব্রিজের এমন অবস্থা হয়ে থাকতে পারে। ব্রিজটি পরিদশর্ন করে তার একটি প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করে যে ব্যবস্থা দেবেন সে মতে কাজ করা হবে বলেও তিনি জানান।
বাংলা৭১নিউজ/এমকে