ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের বুথে ৫ ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৭টি। এই বুথের মোট ভোটার ২০১ জন।
জানা গেছে, উপজেলার মালিয়াট ইউনিয়নের চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের মোট ভোটার ৩১৫৯। এর মধ্যে পুরুষ ভোটার ১৬১২ ও নারী ভোটার ১৫৪৭। কেন্দ্রটির ৪নং বুথে ৫ ঘণ্টায় ভোট পড়েছে ৭টি।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ জানান, ভোটার উপস্থিতি তুলনামূলক কম। তবে বিকালের দিকে ভোটার উপস্থিতি বাড়তে পারে। একটি বুথে ৫ ঘণ্টায় ভোট পড়েছে ৭টি।
এদিকে ৩৪নং গাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রে সাড়ে ঘণ্টায় ভোট পড়েছে ১৫৩টি। এই কেন্দ্রের মোট নারী ভোটার ২৫৩০ জন।
এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নজরুল ইসলাম বলেন, এটি মহিলা ভোটকেন্দ্র। সাড়ে ৫ ঘণ্টায় ১৫৩ জন ভোট প্রদান করেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ