মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা রেখেই ঢাবির ভর্তি কার্যক্রম সোহরাওয়ার্দীতে ইসলামি মহাসম্মেলনে আলেম-ওলামাদের ঢল যুক্তরাষ্ট্রের নির্বাচন আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রযুক্তি কাজে লাগিয়ে চিংড়ি উৎপাদন বাড়ানোর আহ্বান ফের খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ডিবিতে অসুস্থ শাজাহান খানকে নেওয়া হলো ঢামেকে সোহেল তাজকে যে আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে একজন নিহত, দগ্ধ ৬ হাসিনা-কাদের, ইনু-মেননের প্রতীকী ফাঁসি দেওয়া হলো টিএসসিতে কপ-২৯ সম্মেলন : আজারবাইজান সফরে যাচ্ছেন ড. ইউনূস গাজায় ‍যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় সবকিছু করব: কমলা হ্যারিস ইরানে হেলিকপ্টার দুর্ঘটনা, আইআরজিসি জেনারেল ও পাইলট নিহত বিদ্যুৎ-জ্বালানি সুরক্ষার নিশ্চয়তাকে সাংবিধানিক অধিকার করার দাবি প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশন প্রধানদের বৈঠক রাষ্ট্র পরিচালনার মূলনীতি নির্ধারণে গণভোট করার দাবি কুয়াশা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা ভোলায় অস্ত্র ও গুলিসহ আটক ৪ ৭ দিনের আলটিমেটামের বিষয় স্পষ্ট করে যা জানাল আদানি

ঝিনাইদহে বিএনপি-যুবদলের সংঘর্ষ, আহত ১৩

ঝিনাইদহ প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমদি গ্রামে টিসিবির স্লিপ বিতরণ ও এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আটক হননি।

স্থানীয়রা জানান, শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সন্তোষ মন্ডল ও ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক আমিরুল মন্ডলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়। এই পণ্যের স্লিপ নিজেদের সমর্থকদের দেওয়া নিয়ে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হন।

সদর হাসপাতালে ভর্তি সন্তোষ মন্ডলের সমর্থক বিএনপি কর্মী রোকনুজ্জামান বলেন, ৫ আগস্টের পর থেকে আমিরুল মন্ডল তার লোকজনের নিয়ে এলাকার বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবি করে আসছেন। সন্তেষ মন্ডল ও আমরা প্রায়ই বাধা দিই। এ নিয়েই আজকের মারামারি। তবে তিনি টিসিবির স্লিপ বিতরণ নিয়ে সংঘর্ষের বিষয়টি অস্বীকার করেন।

ত্রিবেনী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক আমিরুল মন্ডল বলেন, ‘চাঁদাবাজির অভিযোগ সঠিক না। মূলত সন্তোষ মন্ডল আওয়ামী লীগের লোকজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাকে নিষেধ করেছি অনেকবার। কিন্তু শোনেননি। এতে ক্ষিপ্ত হয়ে সমর্থকরা হামলা করেছে।’

তিনি আরও বলেন, টিসিবির স্লিপ নিয়ে কোনো ঝামেলা নেই। তবে সন্তোষ মন্ডল কৌশলে ১২৫টি কার্ড ম্যানেজ করে তার লোকজনকে দিয়েছেন।

এ বিষয়ে জানতে পদমদী গ্রামের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সন্তোষ মন্ডলকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) এস এম রিয়াজুল হাসান বলেন, টিসিবির স্লিপ ভাগাভাগি নিয়ে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। থানায়ও কেউ অভিযোগ দেননি।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা ইয়াসমিন জানান, সদর হাসপাতালে আসা ছয়জনের মধ্যে কারও শরীরে ধারালো অস্ত্রের আঘাত এবং কারও শরীরে পেটানোর চিহ্ন রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com