বাংলা৭১নিউজ, ঝিনাইদহ : ঝিনাইদহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের নাজির উদ্দিন সড়কে এ ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি শাটারগান, দুটি গুলি, পাঁচটি ককটেল, দুটি রামদা, একটি চায়নিজ কুড়াল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের নাজির উদ্দিন সড়কে পুলিশের একটি দল ডিউটিতে ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে ছয় যুবক যাচ্ছিল। পুলিশ থামার সংকেত দিলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে দুজন গুলিবিদ্ধ হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের সময় কনস্টেবল বুলবুল, আলমগীর ও নাসিম হোসেন আহত হন।
ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে দুটি শাটারগান, দুটি গুলি, পাঁচটি ককটেল, দুটি রামদা, একটি চায়নিজ কুড়াল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এম