বাংলা৭১নিউজ,ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় দুই কনস্টেবল আহত হয়েছেন পুলিশ দাবি করেছেন।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মহেশপুরের কাঁটাখালী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
আহত কনস্টেবলরা হলেন-আহসান হাবিব ও সেলিম রেজা। তাদেকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লবের দাবি, মহেশপুর উপজেলায় কালীগঞ্জ-জীবননগর সড়কের কাঁটাখালী এলাকায় একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযানে যায়। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ডাকাতদল গুলি ও বোমা নিক্ষেপ করে।
আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এসময় উভয়পক্ষের মধ্যে ১০ মিনিট গুলি বিনিময় হয়। পুলিশের প্রতিরোধের মুখে টিকতে না পেরে ডাকাত দল পিছু হটে গেলে ঘটনাস্থল থেকে এক ডাকাতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি শাটারগান, তিনটি বোমা, তিনটি হসুয়া, একটি চাপাতি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।
তবে নিহত ব্যক্তির পরিচয় জানায়নি পুলিশ।
বাংলা৭১নিউজ/সিএইস