বাংলা৭১নিউজ, ঝিনাইদহ: ফুরফুরা শরীফের পীর এ কামেল মাদারজাদ ওলী সুলতানুল আরেফিন গাওসুল ওয়াক্ত হযরত ন’হুজুর পীর কেবলা (রহ.) এর বড় সাহেবজাদা পীর আল্লামা হযরত মাওলানা বাকী বিল্লাহ্ সিদ্দিকী (রহ.) এর একমাত্র সাহেবজাদা জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক পীরজাদা মাওলানা মোহা. আল্লামা জবিহহুল্লাহ সিদ্দিকী (মাদ্দা.) আজ বাংলাদেশে আসছেন। পীরজাদার সফরসঙ্গী হিসেবে থাকবেন তার একমাত্র ভগ্নিপতি সৈয়দ শাফাকাত হুসেন। বাংলাদেশ সফরকালে পীরজাদা ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া সায়াদাতিয়া খানকাহ শরীফে অবস্থান করবেন এবং দোয়া মাহফিলে শরীক হবেন। ঝিনাইদহ সফর শেষে তিনি ঢাকার ট্রপিক্যাল হাইওয়ে হোমস, ৩২/৬/ক, শাহজাদপুর প্রগতি স্মরনী গুলশান এর সায়াদাতিয়া খানকাহ শরীফে তসরিফ নিবেন। বাংলাদেশ সফরকালে তিনি বিভিন্ন স্থানে আয়োজিত দোয়া মাহফিলে শরিক হবেন। বাংলাদেশে অবস্থানকালে পীরজাদা আল্লামা জবিহুল্লাহ সিদ্দিকী ০১৭১৫-০৫২৭৯৯ এবং ০১৭১১-১৭০৮০৯ নম্বর মুঠোফোনে যোগাযোগ করতে ভক্ত অনুরাগীদের অনুরোধ করেছেন।
বাংলা৭১নিউজ/এম