বাংলা৭১নিউজ,(যশোর)প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসীর গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরেকজন। নিহতের নাম ইলিয়াজ হোসেন (৩৫)। চিকিৎসাধীন রয়েছেন আব্দুল (৩০) নামে অপর একজন। বুধবার গভীর রাতে উপজেলার চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর (চন্দ্রপুর) ওয়ার্ডের মেম্বর আব্দুস সালাম জানান, বুধবার রাত ১টার দিকে চোরেরা চন্দ্রপুর গ্রামের ইনসান আলীর তিনটি গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় ওই গ্রামের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী চামেলী খাতুন টের পান। এসময় তিনি মোবাইল ফোনে কয়েকজনকে জানান। তখন মাঠের সেচ কাজে থাকা কয়েকজন লোক গরুচোর ইলিয়াজ হোসেন ও আব্দুলকে ধাওয়া করে ধরে ফেলেন।
গণপিটুনিতে নিহত ইলিয়াজ হোসেন উপজেলার কৃষ্ণনগরের ফজলু মিস্ত্রী ও আহত আব্দুল মল্লিকপুর গ্রামের (ধাবড়ীপাড়া) কালু মিয়ার ছেলে।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা সহকারী সাইফুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে কয়েকজন পুলিশ ও স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে ঘন্টা খানেক পরে তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াজ হোসেন মারা যান।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গভীর রাতে গরু চুরির ঘটনায় গণপিটুনির শিকার দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিকরগাছা হাসপাতালে পাঠানো হয়। পরে একজন মারা যান।
বাংলা৭১নিউজ/জেআই