বাংলা৭১নিউজ, ঝালকাঠি : সাম্প্রদায়িক সন্ত্রাস নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার ঝালকাঠি শহরের একটি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত জেলা শহরের কালীবাড়ি মন্দিরে হামলা চালায়।
হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা সম্ভব হয়নি। স্থানীয় বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম সাংবাদিকদের জানান, মন্দিরে কার্তিক পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ২০ জন লোক ইট নিক্ষেপ শুরু করে। পুলিশে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করেও ইট ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়।
বাংলা৭১নিউজ/এন