ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ১৭ যাত্রী নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, বাস দুর্ঘটনার ঘটনায় স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। কেউ মামলা দিলে সেটি রেকর্ড করা হবে। মামলা না হলে সে ক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা করবে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
জেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মামুন শিবলী জানান, কমিটি তদন্ত কাজ শুরু করেছে। ঘটনাস্থলে গিয়ে সরেজমিন পরিদর্শন করেছি। হাসপাতালে চিকিৎসাধীন আহত বাসযাত্রীদের সঙ্গে কথাও হয়েছে। গাড়ির ফিটনেসসহ কাগজ সঠিক ছিল কিনা বা কী কারণে দুঘটনা ঘটেছে সেটি তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
এছাড়া আহত ৩৫ জনের মধ্যে ৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম।
বাংলা৭১নিউজ/এসএইচবি