বাংলা৭১নিউজ, এম.নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে প্রশাসনিক কাজের ফাঁকে শিক্ষকতা করছেন উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। ঝরে পড়া রোধ ও শিক্ষার মান উন্নয়নে স্কুল কলেজ শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে,বাউফল, কালাইয়া, মদনপুরা, ধানদীসহ প্রায় ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস নিয়েছেন নির্বাহী অফিসার।
বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. অলি আহাদ নিশ্চিত করে বলেন, নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান স্যার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় স্যার শিক্ষার্থীদের ক্লাস নেন এবং শিক্ষকদের বিভিন্ন বিষয়ের ওপর দিক-নির্দেশনা দিয়ে থাকেন।
এবিষয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আমি শিক্ষক পরিবারের সন্তান। আমার বাবা একজন আদর্শ শিক্ষক ছিলেন, আমিও এক সময় শিক্ষকতা করেছি, তাছাড়া আমি অতিরিক্ত কোন কাজ করছিনা। এটি আমার দায়িত্বের মধ্যেই পড়ে।
বাংলা৭১নিউজ/জেএস