জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেলো ১০ সংগঠন। এছাড়া দুজনকে আজীবন সম্মাননা (লাইফ টাইম জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড) দেওয়া হয়।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মনোনীতদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।
শনিবার (১২ নভেম্বর) ঢাকার সাভারের শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআরআই ট্রাস্টি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১০ সংগঠন
বি কে স্কুল অব রিসার্চ, বোসন বিজ্ঞান সংঘ, ইয়ুথ প্ল্যানেট, উচ্ছ্বাস, বিজ্ঞানপ্রিয়, মিলন স্মৃতি পাঠাগার, মজার ইশকুল, সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন, বিন্দু নারী উন্নয়ন সংগঠন, রোবোলাইফ টেকনোলজিস।
আজীবন সম্মাননা পাওয়া দুজন হলেন- আহসান হাবীব ও ইয়াং গুয়াং ম্রো।
এর আগে ষষ্ঠ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের শীর্ষ ২৮ বাছাইয়ের নাম ঘোষণা করে তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম ইয়াং বাংলা। সারাদেশ থেকে আবেদন করা দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের ৬০০টিরও বেশি সংগঠন থেকে যাচাই-বাছাই শেষে শীর্ষ ১০ তরুণ সংগঠকের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এর আগে ইয়াং বাংলার পক্ষ থেকে ঘোষণা করা হয় এ অ্যাওয়ার্ডের জন্য শীর্ষ ২৮ মনোনীত সংগঠনের নাম। এ তালিকায় প্রকাশিত সব সংগঠনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।
এ বছর পাঁচ ক্যাটাগরির প্রতিটিতে দুটি করে ১০টি সংগঠনকে এ পুরস্কার দেওয়া হয়। এছাড়া দেশের জন্য বিশেষ অবদান রাখায় তিনজনকে দেওয়া হয় ‘লাইফ টাইম’ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।
মানবিক কাজ ও সমাজে অবদানের জন্য দেশের সেরা যুব সংগঠনগুলোকে স্বীকৃতি দিতে মুক্তিযুদ্ধের সময়ের স্লোগান ‘জয় বাংলা’ অনুসারে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’-এর প্রবর্তন করা হয়। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী অনেক সংগঠন এরইমধ্যে শিশু শান্তি পুরস্কার, ডায়না অ্যাওয়ার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ