বুধবার, ০৮ মে ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রূপালী ব্যাংকে ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠিত আফতাবনগরে কোরবানির পশুর হাট বসানো যাবে না : হাইকোর্ট সম্পর্ক ভাঙার পরও শুটিংয়ে মুখোমুখি হন কারিনা-শাহিদ, যা বললেন পরিচালক দেশে নতুন করে গুমের সংখ্যা বাড়ছে : রিজভী শহরে সর্বোচ্চ ৩০ কিলোমিটার গতিতে চলবে মোটরসাইকেল-থ্রি হুইলার মুজিবুল হক চুন্নুকে একহাত নিলেন ব্যারিস্টার সুমন অনিবন্ধিত হ্যান্ডসেট বন্ধের ব্যাপারে যা বলছে বিটিআরসি হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তথ্যের জন্য গণমাধ্যমের পক্ষে আমি নেগোশিয়েট করবো মতলব উত্তরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু সুনামগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০ অ্যাস্ট্রাজেনেকার টিকায় পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না জরিপ চলছে ব্রিটিশ অস্ত্রে আঘাত হলে যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা হামলা হবে: রাশিয়া টুঙ্গীপাড়ায় প্রিসাইডিং কর্মকর্তাদের সামনেই সিল মারার হিড়িক ইসরাইলকে রাফায় হামলার সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র ভৈরবে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০ ইহুদিবাদবিরোধী ‘ভয়াবহ উত্থান’ ঘটছে: বাইডেন থ্যালাসেমিয়া প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির আহ্বান ঘাম ঝরানো জয়ে দুই ম্যাচ রেখেই সিরিজ বাংলাদেশের

জয়ে ফিরল ঢাকা ডায়নামাইটস

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯
  • ১২৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: জয় দিয়ে সিলেট পর্ব শেষ করল ঢাকা ডায়নামাইটস। শুক্রবার সিলেট সিক্সার্সকে ৬ উইকেটে হারিয়ে জয়ে ফিরল সাকিবের ঢাকা।

ঢাকায় চার ম্যাচ জিতে সিলেটে পা রেখেছিল শিরোপা প্রত্যাশীরা। পূণ্যভূমিতে প্রথম ম্যাচ হেরেছিল রাজশাহীর কাছে। নিজেদের ষষ্ঠ ম্যাচে আবার জয়ে ফিরল তারা। এবার ঢাকাকে জয়ের স্বাদ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। বল হাতে ২ উইকেট এবং ব্যাট হাতে ৬১ রানের ইনিংস খেলে সাকিব ঢাকার পঞ্চম জয়ের নায়ক। এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে বিপিএলের চতুর্থ আসরের চ্যাম্পিয়নরা।

সাকিবের অসাধারণ ব্যাটিংয়ে ঢাকার জয়ের পথ মসৃণ হলেও শেষটা রাঙিয়েছেন আন্দ্রে রাসেল। ২১ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ক্যারিবীয়ান হার্ডহিটার। তার বিস্ফোরক ব্যাটিংয়ে ১৫৯ রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলে ঢাকা।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে সিলেট ৮ উইকেটে তোলে ১৫৮ রান। জবাবে শুরুর ব্যাটিং বিপর্যয়ের পরও ৬ উইকেট ও ৩ ওভার আগে খেলা শেষ করে ঢাকা।

লক্ষ্য তাড়া করতে নেমে ২৩ রানে দুই ওপেনার মিজানুর (১) ও সুনীল নারিন (২০) সাজঘরে ফেরেন। রনি তালুকদারও বেশিক্ষণ টিকতে পারেননি। লেগ স্পিনার লামিচানের বলে স্লগ করতে গিয়ে বোল্ড হন ১৩ রানে। এরপর চতুর্থ উইকেটে জুটি বাঁধেন সাকিব ও রাসুলি। ৭৫ রান যোগ করেন তারা। যেখানে রাসুলির অবদান মাত্র ১৯। আফগান ক্রিকেটারকে দর্শক বানিয়ে ২২ গজে সাকিব ব্যাটিং দ্যুতি ছড়ান।

জয়ের থেকে ৪৭ রান দূরে থাকতেমোহাম্মদ ইরফান রাসুলিকে (১৯) আউট করলে ম্যাচে উত্তেজনা ছড়ায়। কিন্তু মাঠে নেমে সকল উত্তেজনায় জল ঢেলে দেন রাসেল। মোহাম্মদ ইরফানকে ১৭তম ওভারে দুই ছক্কা হাঁকানোর আগে ১৬তম ওভারে তাসকিনকে দুই ছক্কা হাঁকান ডানহাতি ব্যাটসম্যান। ডানহাতি পেসারের দুটি বলই মিড উইকেট দিয়ে মাঠের বাইরে পাঠান দীর্ঘদেহী এ ব্যাটসম্যান।

এর আগে ডেভিড ওয়ার্নারের ৪৩ বলে ৬৩ রানের ইনিংসে ভালো সংগ্রহ পায় সিলেট। শুরুতে লিটন ১৪ বলে ২৭ রান তুলে আজও বড় ইনিংসের স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু রিভিউ নিয়ে তাকে এলবিডব্লিউ করেন সাকিব। ব্যাটিংয়ে রান না পাওয়া সাব্বির আজ ১৬ বলে করেন ১১ রান। আফিফ হোসেন ১৯ রানের বেশি করতে পারেননি। মিডলে নিকোলাস পুরান ৬ ও অলোক কাপালি শূন্য রানে আউট হন।

ষষ্ঠ উইকেটে ওয়ার্নারকে সঙ্গ দেন জাকের আলী। ৬৩ রানের জুটিতে লড়াকু সংগ্রহ পায় স্বাগতিক দল। ১৯তম ওভারের পঞ্চম বলে সাকিব ওয়ার্নারকে ফিরিয়ে এ জুটি ভাঙেন। ৮ চার ও ১ ছক্কায় ৬৩ রান করেন ওয়ার্নার। কনুইয়ের ইনজুরিতে আরও এক ম্যাচ খেলে দেশে ফেরার আগে আবারও ব্যাটিং দ্যুতি ছড়িয়ে ওয়ার্নার মুগ্ধ করেছেন সবাইকে। জাকের আলীর ব্যাট থেকে আসে ১৮ বলে ২৫ রান।

বল হাতে ঢাকার সেরা বোলার অন্ড্রু ব্রিচ। ৪২ রানে ৩ উইকেট নেন তিনি। সাকিব ৩৪ রানে পেয়েছেন ২টি। ১টি করে উইকেট পান রাসেল, নারিন ও রুবেল।

২১ জানুয়ারি ঢাকায় ঢাকার পরবর্তী ম্যাচ চিটাগং ভাইকিংসের বিপক্ষে। সিলেট সিলেটে নিজেদের শেষ ম্যাচ আগামীকাল খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। ঢাকা জয় দিয়ে সিলেট পর্ব শেষ করেছে। সিলেট শেষটা জয় দিয়ে রাঙাতে পারে কিনা সেটাই দেখার।

বাংলা৭১নিউজ/এসই

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com