বাংলা৭১নিউজ,ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের ঠুকে দেয়া মামলায় হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএনের সিনিয়র সাংবাদিক জিম অ্যাকোস্টাকে প্রবেশ অনুমতিপত্র ফিরিয়ে দিতে হোয়াইট হাউসকে নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত।
শুক্রবারের ওই রায়ের পর এদিন হোয়াইট হাউসে নিজের কাজে ফিরেছেন অ্যাকোস্টা। এর মধ্য দিয়ে জয় পেল সিএনএন। জয় হল গণমাধ্যম ও বাক-স্বাধীনতার।
গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বিতর্কে জড়ানোর পর অ্যাকোস্টাকে হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। এরপরই ট্রাম্প ও হোয়াইট হাউসে তার শীর্ষ কয়েক সহযোগীর বিরুদ্ধে মামলা করে সিএনএন। খবর সিএনএন।
বাংলা৭১নিউজ/সূত্র:সিএনএন/এসএস