বাংলা৭১নিউজ, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর গ্রামে বৃহস্পতিবার সকালে আলাদা-আলাদা স্থান থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, প্রায় দেড় বছর আগে উপজেলার রুকিন্দীপুর ফকির পাড়ার লোকমান হোসেনের ছেলে সাইফুলের সাথে পাশ্ববর্তী সাহাপুর গ্রামের সোনিয়া আক্তারের বিয়ে হয়। দাম্পত্য কলহের জের ধরে বুধবার রাতে সাইফুল ইসলাম নিজ ঘরে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। স্বামীর মৃত্যুর পরই নিখোঁজ হয় স্ত্রী সোনিয়া আক্তার। অনেক খোঁজাখুজির পর বৃহস্পতিবার সকালে স্বামীর বাড়ির পার্শ্বে পুকুরপাড়ের একটি আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মনি আক্তারের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আক্কেলপুর থানায় ইউডি মামলা হয়েছে।
নিহত সাইফুল ইসলামের বাবা লোকমান হোসেন জানায়, বুধবার রাতে তিনি জামালগঞ্জ বাজারে ছিলেন মোবাইল ফোনে জানতে পারেন তার ছেলে গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তারপর বাড়ি এসে জানতে পারেন স্বামী-স্ত্রীর মধ্যে কি নিয়ে মনমালিন্য হয়ে ছেলে আতœহত্যা করেছে এ বিষয়ে তিনি জানতে পারেন নি। ছেলের মৃত্যুর কয়েক ঘন্টা পর আবার ছেলের বউয়ের মরদেহ বাড়ির পার্শ্বে একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুটি মরদেহই পুলিশ ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে গেছেন।
আক্কেলপুর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, স্বামীর মরদেহ নিজ ঘর থেকে এবং স্ত্রীর মরদেহ বাড়ির পার্শ্বে একটি পুকুর পাড়ের আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে জানা যাবে মৃত্যু রহস্য। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস