বন্যাদুর্গত এলাকায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে নানা শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন সংগঠন। ভারত থেকে উজানের পানি এসে নোয়াখালী, ফেনী, কুমিল্লা ভাসিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়লে জয়পুরহাট থেকেও বিভিন্ন সংগঠন রওনা দিতে থাকে মানুষকে বাঁচানোর তাগিদে।
জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে সাহায্যের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উত্তোলনের ৭০ হাজার ৩৪৬ টাকা ছাত্র সমন্বয়ক কমিটির প্রধান রিদয় মন্ডলের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার বিকালে জয়পুরহাট আর্মি ক্যাম্পে সেনাবাহিনীর মাধ্যমে লেফটেন্যান্ট জাবেরের উপস্থিতিতে এই উত্তোলনের টাকা হস্তান্তর করা হয়।
ছাত্র সমন্বয়ক কমিটির প্রধান মো. রিদয় মন্ডল বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সকল মানুষের উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো। জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর তত্ত্বাবধানে উত্তোলন টাকা আমার কাছে হস্তান্তর করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষ বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসুক।
বাংলা৭১নিউজ/এসএইচ