বাংলা৭১নিউজ, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ৪০ জন মাদক ব্যাবসায়ী ও মাদক সেবীকে আটক করেছে র্যাব ও পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা সহ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, বুধবার সকাল ৮টা পর্যন্ত জেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব মাদক সেবী ও ব্যাবসায়ীকে আটক করা হয়। এর মধ্যে পাঁচবিবি থানায় ৯ জন, কালাই থানায় ৭ জন, আক্কেলপুর থানায় ৮ জন, ক্ষেতলাল থানায় ৯ জন ও জয়পুরহাট সদর থানায় ৭ জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা সহ জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি। অপর দিকে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা এক অভিযান চালিয়ে ধামইরহাট বাজার এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবন এবং প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদন্ড প্রদান করেছে।
বাংলা৭১নিউজ/জেএস