বাংলা৭১নিউজ,জয়পুরহাট প্রতিনিধি: র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু খায়ের এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ৩৮০ পিচ ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান চালায় র্যাক এতে গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার মাধাই নগরহাট এলাকার মৃত আবেজ উদ্দীনের পুত্র মোঃ আইয়ুব হোসেন (৫০) শহরের আরানগর এলাকার অটো ড্রাইভার আবু বক্কর সিদ্দিকের পুত্র আতিকুল ইসলাম (২৫) একই এলাকার মুকুল হোসেনের পুত্র মোঃ স্বাধীন শেখ (২৩) র্যাব, জয়পুরহাট শহরের আল শিফা হাসপাতালের সামনে থেকে এবং তুলাট এলাকায় অভিযান চালিয়ে ২৮০ পিচ ইয়াবা সহ একটি অটো রিক্সা জব্দ করে।
এদের বিরুদ্ধে জয়পুরহাট থানার মাদকদ্রব্য আইনের পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসই