বাংলা৭১নিউজ, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে দরিদ্র অসহায় পরিবারের মেধাবী মাধ্যমিক ও সমপর্যায়ে দেড় শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার জয়পুরহাট সদর উপজেলা পরিষদে মুজিবর রহমান ডালি মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয়।
জয়পুরহাট সদর উপজেলা পরিষদে রাজস্ব তহবিল থেকে ১৬৮ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৬৮ হাজার টাকা চেক বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোকাম্মেল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলী সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবী জননেতা আলহাজ্ব ফজলুর রহমান, ভাইচ চেয়ারম্যান হাসিবুল আলম লিটন ও জাহেদা কামাল প্রমুখ।
মাধ্যমিক ও সমপর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে সরকারের নির্দেশনায় উপজেলা পরিষদে রাজস্ব তহবিল থেকে এ বৃত্তি প্রদান করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস