জয়পুরহাটের পাঁচবিবিতে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৬৫) নামে এক প্রবীণের মৃত্যু হয়েছে। সোমবার (১ মে) সকালে পাঁচবিবি রেল স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে।
মারা যাওয়া আবুল কাশেম পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ইউসুফ সাহার ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, সকালে রেললাইন পারাপারের সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবুল কাশেম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
বাংলা৭১নিউজ/এসএইচ