বাংলা৭১নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার ষড়যন্ত্র মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৯ এপ্রিল দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিনে আজ ডিবির সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ আদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের আগে যেকোনো সময় থেকে বিএনপির সহযোগী সংগঠন জাসাস-এর সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও তার নেতৃত্বাধীন জোটভুক্ত উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউইয়র্ক, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রিত হয়ে পরস্পরের যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।
এ ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্র মামলাটি দায়ের করেন।
বাংলা৭১নিউজ/এম