বাংলা৭১নিউজ,ঢাকা: চলছে জ্যৈষ্ঠ মাস। কৃষি নির্ভর দেশে এখন বোরো ও আউশ ধানের মৌসুম। বোরো ধান সংগ্রহ এবং আউশ ধান রোপণের নিয়ম-কানুন জেনে নিতে পারেন।
বোরো ধান
১. আপনার জমির ধান শতকরা ৮০ ভাগ পেকে গেলে জমির ধান সংগ্রহ করবেন।
২. ধান কেটে মাড়াই, ঝাড়াই করে ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
৩. শুকনো বীজ ছায়ায় ঠান্ডা করে প্লাস্টিকের ড্রাম, বিস্কুটের টিন, মাটির কলসিতে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে।
আউশ ধান
১. এখনো আউশের বীজ বোনা না হয়ে থাকলে এখনই বীজ বপন করতে হবে।
২. চারার বয়স ১২-১৫ দিন হলে প্রথম কিস্তি হিসেবে হেক্টরপ্রতি ৪৫ কেজি ইউরিয়া উপরি প্রয়োগ করতে হবে।
৩. ১৫ দিন পর একই মাত্রায় দ্বিতীয় কিস্তি উপরি প্রয়োগ করতে হবে।
৪. ইউরিয়া সারের কার্যকারিতা বাড়াতে জমিতে সার প্রয়োগের সময় ছিপছিপে পানি রাখতে হবে।
৫. সব সময় আউশ ধানের জমি আগাছামুক্ত রাখতে হবে।
বাংলা৭১নিউজ/জেড এইচ