রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আরও ৫ সেল গঠন জাতীয় নাগরিক কমিটির চাদর দিয়ে শেড তৈরি করে তালা কেটে দোকানে ঢোকে চোররা ‘নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগানের বিকল্প নেই’ উত্তর গাজায় ১০ ইসরায়েলি সেনার মৃত্যু সাকিব-লিটনকে ছাড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বিজিবির শক্ত অবস্থানে ভারত বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে চানখারপুলে গণহত্যা : কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ সিরিয়ায় বিচ্ছিন্নতাবাদীদের দুটি বিকল্প দেখালেন এরদোগান যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২, আহত ৩০ মাহফিল থেকে রাজনৈতিক দলগুলোকে যে বার্তা দিলেন আজহারী জীবনে নতুন ভালোবাসার ইঙ্গিত মনীষার প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি যাবেন লেবাননের নতুন প্রেসিডেন্ট বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের টিন আত্মসাতের মামলা স্থগিত ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু ক্লিনিক থেকেই দেশবাসীর কথা জানতে চাইলেন খালেদা জিয়া চট্টগ্রামে সমন্বয়ক রাফির ওপর হামলার চেষ্টা, দ্বন্দ্ব প্রকাশ্যে মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০ এবার টিউলিপকে বরখাস্তের আহ্বান জানালেন যুক্তরাজ্যের বিরোধী নেতা চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সহযোগিতা করবে সরকার: উপদেষ্টা নাহিদ তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

জ্বালানি সংকটে পড়বে এলএনজিচালিত বিদ্যুৎকেন্দ্র!

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩১ বার পড়া হয়েছে

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজিচালিত বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ এখন সরকারের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। ২০২২ এবং ২০২৩ সালে এলএনজিচালিত বিদ্যুৎকেন্দ্রের জন্য এক কোটি ৩৪ লাখ ঘনফুট গ্যাস লাগবে। যার সংস্থান কীভাবে হবে তা এখনও নির্ধারণ করতে পারেনি পেট্রোবাংলা।

দেশে গ্যাসের উৎপাদন কমে আসায় ২০১৯ সালে এলএনজিচালিত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি করে পিডিবি।

বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, রিল্যায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার কোম্পানি লিমিটেড ২০১৯ সালের ১ সেপ্টেম্বর পিডিবির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি সই করে। ২০২২ সালের ৩১ আগস্ট থেকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন শুরুর কথা। করোনার কারণে কেন্দ্রের নির্মাণ অগ্রগতি থমকে থাকলেও গত ৩০ জুলাই রিল্যায়েন্সের তরফ থেকে কেন্দ্রটির অর্থায়ন নিশ্চিত হওয়ার কথা জানানো হয়েছে।

মেঘনাঘাটে ৭১৮ মেগাওয়াটের কেন্দ্রটির জন্য দিনে ১০০ মেগাওয়াটের বিপরীতে ২ কোটি ঘনফুট হারে ৩ কোটি ৫৯ লাখ ঘনফুট গ্যাসের প্রয়োজন হবে। শুরুতে রিল্যায়েন্সের তরফ থেকে জানানো হয়, তারা এলএনজি টার্মিনাল স্থাপন করে নিজেরাই গ্যাস আমদানি করবে। কিন্তু পরে পেট্রোবাংলাই তাদের গ্যাসের নিশ্চয়তা দেয়।

সামিট মেঘনাঘাট-২ কেন্দ্রটি নির্মাণের জন্য ২০১৯ সালের ১৪ মার্চ চুক্তি সই হয়। সামিটের ৬০০ মেগাওয়াটের কেন্দ্রটির উৎপাদনে আসার কথা আগামী মার্চে। কেন্দ্রটির জন্য গ্যাসের প্রয়োজন দৈনিক ৩ কোটি ঘনফুট।

ইউনিক মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেডের ৫৮৪ মেগাওয়াটের কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি হয় ২০১৯ সালের ৭ জুলাই। আগামী বছর ২৩ জুলাই কেন্দ্রটির উৎপাদনে আসার কথা। এখানেও দিনে গ্যাসের প্রয়োজন ২ কোটি ৯২ লাখ ঘনফুট। যদিও এই কোম্পানি এখনও এই কেন্দ্রের অর্থায়ন নিশ্চিত করার খবর জানাতে পারেনি।

অন্যদিকে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সরকারি কোম্পানি নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানি লিমিটেডের রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে আসার কথা রয়েছে। একই বছর আগস্টে আসবে দ্বিতীয় ইউনিট। ইতোমধ্যে খুলনাতে কেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়েছে। কেন্দ্রটিও আমদানি করা গ্যাসে চালানোর কথা। হিসাব অনুযায়ী এখানে দিনে ৪ কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন।

কিন্তু এত গ্যাস কোথা থেকে আসবে তা জানা নেই। এখন দেশে দিনে ৯০ কোটি ঘনফুট এলএনজি গ্যাস গ্রিডে দেওয়া হচ্ছে। একইসঙ্গে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে ১৬০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। দেশে যে এলএনজি টার্মিনাল রয়েছে তা দিয়ে সর্বোচ্চ এক শ’ কোটি ঘনফুট এলএনজি সরবরাহ সম্ভব। কিন্তু বিশ্বের কোথাও এলএনজি টার্মিনাল সক্ষমতার ৭০ ভাগের বেশি এলএনজি সরবরাহ করে না। এ কারণেই আগামী ২ বছরে ১৩ কোটি ৪ লাখ ঘনফুট বাড়তি গ্যাসের চাহিদা পূরণ নিয়ে শঙ্কিত সরকার।

জ্বালানি বিভাগে সম্প্রতি এ বিষয়ে একটি বৈঠক হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ২০২২ এবং ২০২৩ সালে বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা হয়। সেখানে এই পরিমাণ গ্যাস সরবরাহ দুরূহ বলে উল্লেখ করা হয়।

বৈঠকে যোগ দেওয়া একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈঠকে না বুঝে এতগুলো বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দেওয়ার বিষয়টি কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা কোনও জবাব দিতে পারেননি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com