বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতভ বলেছেন, ‘বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে রাশিয়া খুবই আগ্রহী।’
পারস্পারিক সম্মতির ভিত্তিতে জ্বালানি খাতের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করার লক্ষ্যে সমঝোতা স্বাক্ষরের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘এটা দ্রুত করা হলে উভয় দেশই লাভবান হবে।’
সচিবালয়ে আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেন রাশিয়ার রাষ্ট্রদূত।
এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন বলে মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসময় মানব সম্পদ উন্নয়নে রাশিয়ার সহযোগিতা কামনা করেন। পেট্রোলিয়াম ইনিস্টিটিউটকে আধুনিক ও যুগোপযোগী করার উদ্যোগকে আরো ত্বরান্বিত করতে রাশিয়ার সহায়তা চান। যৌথ বিনিয়োগে একটি প্রশিক্ষণ ইনিস্টিটিউট স্থাপনে রাষ্ট্রদূতের মাধ্যমে রাশিয়ার সম্পৃক্ততা কামনা করেন প্রতিমন্ত্রী।
বাপেক্স ও গ্যাজপ্রম যৌথভাবে একটি কোম্পানি গঠন, প্রযুক্তি ও অভিজ্ঞতা রাশিয়া থেকে বাংলাদেশে প্রবাহ, মাইনিং ও পেট্রোলিয়াম খাতে প্রশিক্ষণ ইত্যাদি বিষয়েও রাশিয়ার সহযোগিতা কামনা করেন নসরুল হামিদ।
বাংলা৭১নিউজ/এসএম