বাংলা৭১নিউজ, ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে কারিগরি অডিট নিয়মিত করা প্রয়োজন। এতে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এখাতকে আরো আধুনিক ও যুগোপযোগী করা যাবে।
তিনি আজ বুধবার নগরীর বিদ্যুৎভবনে স্টেগ উপস্থাপিত ‘বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎকেন্দ্রসমূহের কারিগরি নিরীক্ষা’ নিয়ে আলোচনাকালে একথা বলেন।
এ সময় স্টেগ পিডিবির ১৬টি বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোকপাত করেন এবং কোনটির কি ব্যবস্থা নিলে আরো ভাল উৎপাদন হবে সে বিষয়েও ধারণা দেন।
নসরুল হামিদ বলেন, কারিগরি নিরীক্ষার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারবো, কোন বিদ্যুৎকেন্দ্র কখন অবসরে যাবে, কোনটি ডুয়েল-ফুয়েল বা কোনটি রি-পাওয়ারিং করতে হবে বা কোনটি পুনর্বাসন করা লাভজনক।
এ সময় তিনি মানব সম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম, পিডিবির চেয়ারম্যান শামসুল হক মিয়া ও পাওয়ার সেল-এর মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বক্তব্য রাখেন।
বাংলা৭১নিউজ/বিকে