বাংলা৭১নিউজ,আলোকলতা: হে সুন্দর এসো আপন মনে
জন্মের তৃষ্ণা জাগে প্রাণে,
জন্মের পর জন্ম জ্বলে দুঃখপথে
আঁধারের পর আঁধার জাগে আলোর স্রোতে।বিদায় সন্ধ্যার আগে পূর্ণ কর প্রাণ
সকল প্রাণের পরে জাগুক প্রাণ,
সকল দুঃখের হোক অবসান
আলোর স্রোতে জ্বলুক প্রাণ।