ভেজা পিচে আগে বোলিং নিয়ে কতটা দূরদর্শীতার প্রমাণ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তা কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট করলেন বাংলাদেশের বোলাররা।
ইনিংসের চতুর্থ ওভারেই আঘাত হেনেছেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ২ রান করে গালিতে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচ হয়েছেন আবদুল্লাহ শফিক। ৩ রানে প্রথম উইকেট হারিয়েছে পাকিস্তান।
এরপর জোড়া শিকার তুলে নিয়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম। পাকিস্তান অধিনায়ককে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি। ১১ বলে ৬ রান করতেই প্যাভিলিয়নের পথ ধরেছেন শান মাসুদ।
ইনিংসের অষ্টম ওভারে ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে বাবর আজমকে সাজঘরের পথ দেখালেন শরিফুল। ২ বল খেললেও কোনো রান করতে পারেননি পাকিস্তান ব্যাটার। উইকেটরক্ষক লিটনের হাতে ধরা পড়েন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ২৩ রান। সাইম আইয়ুব ১১ আর সৌদ শাকিল ০ রানে অপরাজিত আছেন।
আজ বুধবার রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে হবে ৪৮ ওভার। বৃষ্টির কারণে মধ্যাহ্নবিরতির আগে টস করা যায়নি। যে কারণে ওভার কমিয়ে আনা হয়েছে। তবে দিনের শেষ দিকে খেলার সময় আধ ঘণ্টা বাড়ানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের দিনগুলোতে (২১ থেকে ২৫ আগস্ট) বৃষ্টি হতে পারে। সেটিই সত্য হলো। প্রথম দিন থেকেই শুরু হলো বৃষ্টি। আজকের খেলা শুরু করা গেলেও আগামীকাল দ্বিতীয় খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
বাংলা৭১নিউজ/এসএইচ