বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে সুরাইয়া সালাম ও মির্জা আহসানুজ্জামান আজাউল ফরিদপুর জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় মধুখালী মোহাম্মাদিয়া আছিয়া মাদরাসার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
মঙ্গলবার সন্ধ্যায় মধুখালী মোহাম্মাদিয়া আছিয়া মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি আবুল কাশেম দলু মিয়ার সভাপতিত্বে এবং পরিচালনা পরিষদের সাধারন সম্পাদক মির্জা গোলাম ফারুকের সঞ্চালনায় মাদরাসা চত্ত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে কৃজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম এবং মির্জা আহসানুজ্জামান আজাউল।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা পরিষদের উপদেষ্টা হাজী মোহাম্মাদ আলী মিয়া, সহসভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওহিদুজ্জামান বাবলু, সহসভাপতি মোঃ আমির হোসেন, সহসভাপতি মো.নজরুল ইসলাম পাচু,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জহুল হক, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আলী আকবর ও আবুল কাশেম জুয়েল প্রমুখ।
সংবর্ধনা পরবর্র্তী মধুখালী মোহাম্মাদিয়া আছিয়া মাদরাসা পরিচালনা পরিষদের সহসভাপতি সদ্য প্রায়ত আবুল হাশেমের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার মুহতামীম মওলানা মাহাবুবুর রহমান ।
বাংলা৭১নিউজ/জেএস