বাংলা৭১নিউজ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শফিকুল ইসলাম শ্রেষ্ঠত্বর পুরস্কার লাভ করেছেন।
সোমবার সন্ধ্যায় গ্রীণভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহমুদুল হাসান শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামকে জেলায় শ্রেষ্ঠ ইউএনও হিসেবে ঘোষণা করেন এবং সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
জানা যায়, গেল ২০১৬ সালের ১৩ অক্টোবর শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শফিকুল ইসলাম যোগদানের পর থেকেই উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন। সেই সাথে তাঁর অকান্ত পরিশ্রমে উপজেলা বর্তমানে বাল্যবিবাহ মুক্ত।
পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ‘একটি বাড়ি একটি খামার ও জমি আছে ঘর নেই’ সফলভাবে বাস্তবায়ন করেছেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় শিবগঞ্জ উপজেলা বর্তমানে শতভাগ স্কাউটিং উপজেলা হিসেবে প্রতিষ্ঠাও লাভ করেছেন।
এছাড়াও তাঁর আন্তরিকতা ও ঐকান্তিক প্রচেষ্ঠায় শিবগঞ্জে ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল (দুপুরের খাবারের ব্যবস্থা) কার্যক্রম চালু করা সম্ভবপর হয়েছে।
এদিকে বয়স্কবাতা, বিধবাভাতা, প্রতিবন্ধিভাতাসহ মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদানে গতিশীলতা ফিরে এনেছেন।
অপরদিকে উপজেলায় মাদক, ইভটিজিং প্রতিরোধ ও উন্নয়নমূলক কর্মকান্ডে তাঁর প্রসংশনীয় ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন শিবগঞ্জ উপজেলাবাসী।
কর্ম নৈপূণ্য ও সামগ্রিক কার্যক্রম পর্যালোচনায় জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শফিকুল ইসলাম তাঁর এক প্রতিক্রিয়ায় এ প্রতিবেদককে বলেন, মান্যবর জেলা প্রশাসক স্যার ও জেলা প্রশাসন পরিবারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সেই সাথে আমার কর্মস্থল শিবগঞ্জ উপজেলাবাসীর সার্বিক সহযোগিতায় আমাকে শ্রেষ্ঠত্বর সাফল্য এনে দিয়েছে।
সাফল্যের এ ধারাবাহিকতাকে অব্যহত রাখতে তিনি সকল শ্রেণিপেশার মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন।
বাংলা৭১নিউজ/জেএস