বাংলা৭১নিউজ, ঢাকা: ভোটারবিহীন সরকারের আমলে জেলায় জেলায় গডফাদার তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শবে বরাত উপলক্ষে রোববার কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘এ সরকারের আমলে গডফাদারের হাতে আইন। তারাই বিচার করবে। প্রচলিত আইনের কোনো বালাই নাই। আজকের এই পবিত্র শবে বরাতের দিনে আমরা আল্লাহ তা’আলার কাছে দোয়া করবো আমরা যেন এ দুঃশাসন থেকে মুক্তি পাই।’
তিনি বলেন, ‘মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। মানুষের জীবন বিপন্ন। সরকার শুধু বিএনপির ওপর দোষ ও দায় চাপাচ্ছে। কোনো ধর্মের লোক নিরাপদ নয়। শিয়া, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম ধর্মগুরুরা নিহত হচ্ছে। প্রিয় নবীকে কটূক্তি, অপমানিত ও আজেবাজে কথা বলা হচ্ছে। অথচ সরকার নির্বিকার।
গডফাদারদের কথায় কান ধরে ওঠবস করানো ইসলাম সমর্থন করে না। সেক্যুলারিজমের নামে ধর্মহীনতা চালু হয়েছে। ইসলামে এটা গ্রহণযোগ্য নয়। এর জন্য দেশে প্রচলিত আইন আছে। কিন্তু গড ফাদারেরা এ আইন মানছে না।’
মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আবেদ রাজা, রফিক সিকদার, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।
বাংলা৭১নিউজ/এমএস